





ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’






চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন মাহিয়া মাহি। সিনেমাটি তাকে রাতারাতি






খ্যাতি এনে দেয়।বেশ কিছুদিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছেন তিনি।
মাহি এখন মজেছেন দুটি জিনিসে। এক তার ব্যবসা আর ‘টোকিও’।
গত বছর ডিসেম্বর থেকে এই ‘টোকিও’কে নিয়ে কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। গণমাধ্যম তার এই পোষ্য ‘টোকিও’কে কুকুর সম্বোধন করায় বেশ নারাজ মাহি। তিনি বললেন, প্লিজ, ওকে কুকুর বলবেন না। ও আমার বেবি। আমার বেবির নাম ‘টোকিও’।
দেড় মাস বয়সী এই কুকুরটিকে তিনি বনানী থেকে কিনেছেন। বাসায় তার একাকী সময়ে এই ‘টোকিও’ই তার সঙ্গী। তার এই প্রিয় পোষ্যকে নিয়েই তিনি কিশোরগঞ্জ গিয়েছেন ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং করতে।