





ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা।স্টেজ, নতুন গান, প্লেব্যাক, টিভি অনুষ্ঠান নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে এই গায়িকার।






নতুন কাজের ব্যস্ততা নিয়ে লিজা বলেন, শো নিয়ে বছরজুড়েই ব্যস্ত থাকি। তবে শীতের মৌসুমে






ব্যস্ততা বেড়ে যায়। এবারো তাই হয়েছে। গত কয়েকদিনে চট্টগ্রাম, নেত্রকোনা, নরসিংদী, ঢাকাসহ বিভিন্ন জেলায় শো করলাম।






সামনেও টানা শো এর ব্যস্ততা রয়েছে। আসলে আমি সরাসরি গান শোনাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ এর মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা সরাসরি পাওয়া যায়।
এদিকে শোনা যায়, ২০১২ সালের ২ মার্চ বাগদান হয়েছিল আপনার। এরপর নাকি বিয়েও করে ছিলেন? বিষয়টা কতটুকু সত্য জানতে চাইলে লিজা বলেন, না, আমাদের বিয়ে হয়নি। আমার বাগদান হয়েছিল কিন্তু সেটা ২০১৫ সালে ভেঙে গেছে। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়নি। যার সঙ্গে বাগদান হয়েছিল, তিনি হয়তো এত দিনে বিয়েও করে ফেলেছেন।
তবে এখনই বিয়ে করা ইচ্ছা নেই আমার। নানান কারণে বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি আমি। আর আমাদের এখানে একটা বড় সমস্যা হলো, একা থাকলে এ ধরনের রটনা বেশি হয়। কারও সঙ্গে পরপর কয়েকটা গান করলে কিংবা কারও সঙ্গে ঘোরাঘুরি করলে তাকে আমার ‘বয়ফ্রেন্ড’ বানিয়ে দেয়। সত্যি বলছি, আমি একদম একা।
বিয়ে করবেন কবে এমন প্রশ্নের জবাবে লিজা বলেন, আসলে এই সময়ে আমি অনেক ব্যস্ত গান নিয়ে। স্টেজ, টিভি প্রোগ্রাম, গান রেকর্ডিংয়ের পর নিজের জন্যই সময় বের করতে পারি না। তাই বিয়ে করার সময় এখন নেই। সময় হলেই সেটা হবে। আর যখন হবে তখন সবাইকে জানিয়েই করবো।
লিজা ২০০৮ সালে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম হন। গানের ভূবনে যাত্রা শুরু প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন সময়ে এক শিক্ষিকার উৎসাহে। লিজা তখন পড়তেন গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
স্কুলের শিক্ষিকা রাবেয়া খানমের পরামর্শে বাবা তাকে ভর্তি করে দেন ‘গৌরীপুর সঙ্গীত নিকেতন’-এ। এখানে তিনি বছর তিনেক উচ্চাঙ্গ, পল্লী আর আধুনিক গান শিখেছিলেন। তারপর লিজা গান শিখেছেন ময়মনসিংহ শিল্পকলা একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন আনুর কাছে। এই ওস্তাদজী তাকে শিখিয়েছেন ক্ল্যাসিক্যাল, আধুনিক গান। মিডিয়াতে তিনি যাত্রা শুরু করেন নতুন কুঁড়ি (২০০৪)- এ অংশগ্রহণের মাধ্যমে।
সেই থেকে গানের সাথেই আছেন হালের জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। ২০১২ সালে লিজার স্বপ্নে যোগ হয় নতুন প্রাপ্তি। ওই সময়ই প্রকাশিত হয় লিজার প্রথম একক অ্যালবাম। অ্যালবামের নাম ‘তৌসিফ ফিচারিং লিজা পার্ট-১’। লিজার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে।
এছাড়া অগণিত মিক্সড এবং ডুয়েট অ্যালবাম, অসংখ্য প্লে-ব্যাক করার পাশাপাশি নিয়মিত স্টেজ শো করে যাচ্ছেন লিজা। আধুনিক, ক্ল্যাসিক্যাল, ফিল্ম স্কোর, ফিউশন, পপ, হিপহপ, রক- সব ধরনের গানই কণ্ঠে তুলে নিতে দেখা যাচ্ছে লিজাকে। অসংখ্য মিউজিক ভিডিওতেও পারফর্ম করতে দেখা গেছে তাকে।