Home / মিডিয়া নিউজ / শবনম ফারিয়াকে ট্যাগ করে প্রভার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস!

শবনম ফারিয়াকে ট্যাগ করে প্রভার ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস!

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রভা। ভক্ত-অনুরাগীদের সঙ্গে সম্পৃক্ত থাকতে নিয়মিত নানা

আপডেট দিয়ে থাকেন। সেইসঙ্গে ব্যক্তিগত বিভিন্ন অনুভূতি প্রকাশ করতেও দ্বিধা করেন না।

এবার আরেক জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলেন সম্পর্ক নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস।

সেখানে প্রভা লিখেছেন,

‘কিছু সম্পর্ক থাকে শুধুমাত্র নামের, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, শুধুমাত্র সামাজিক মর্যাদা রক্ষার খাতিরে… না থাকে ভালবাসা, না থাকে টান, না থাকে কোন দায়িত্ব! কিছু মানুষ দায়িত্ব নেয়া বলতে শুধু অফিসের দায়িত্ব নেয়া বুঝে, শুধুমাত্র প্রফেশনাল সাকসেসকেই তারা সাকসেস মনে করে, শুধুমাত্র টাকা ইনকামকেই জীবনের একমাত্র কাজ মনে করে! শুধুমাত্র ‘মানুষ কি বলবে’ এই কথার উপর বেইজ করে টিকে থাকে সম্পর্কগুলো!’

তিনি আরো লিখেছেন: ‘আপনারা দূর থেকে বুঝবেন না! ঈদে তাদের হাসি মুখের ছবি দেখবেন, ভ্যালেন্টাইনস ডে তে তাদের উপহারের ছবি দেখবেন, বিবাহ বার্ষিকীতে কেক কাটা দেখবেন…কিন্তু দিন শেষে তারা একসাথে, কারণ তারা একসাথে না থাকলে আপনারা কি বলবেন… !’

মডেলিংয়ের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ সাদিয়া জাহান প্রভার। কাজ করেছেন অসংখ্য বিজ্ঞাপনচিত্রে। আর এর মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যান তিনি। এরপর অভিনয় করেছেন ‘ইউটার্ন’, ‘লস প্রজেক্ট’, ‘পথ জানা নেই’, ‘আশ্চর্য এক রাতের গল্প’, ‘মনু মিয়ার মালকা বানু’সহ অসংখ্য টিভি নাটকে। সৌন্দর্য আর অভিনয়দক্ষতা তাকে দিয়েছে তুমুল জনপ্রিয়তা।

Check Also

পথের ফকির থেকে কোটিপতি জাহিদ হাসান

জীবনের একটা সময় অনেক ঝড় ঝাপটার মধ্যে কেটেছে তার। ধার দেনা করে চলতে হতো। পথের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *