Home / মিডিয়া নিউজ / বিয়ে আমরা করব তবে কবে করব জানি না: ভাবনা

বিয়ে আমরা করব তবে কবে করব জানি না: ভাবনা

নির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আগে থেকেই

কানাঘুষা ছিল। কাজের সম্পর্কের সুবাদে দুজনের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

বিনোদন জগতের অনেকেই বিষয়টি জানতেনও। খুব একটা লুকোচুরিও করেননি তারা। এদিকে,

বুধবার রাতে ভাবনা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অনিমেষ আইচের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানালেন।

সম্পর্কের এই ঘোষণা প্রসঙ্গে ভাবনা বললেন, আমি কখনোই আমার সম্পর্ক নিয়ে কিছু লুকাইনি। কাউকে ভালোবাসি, সেটা লুকিয়ে রাখা মানে সম্পর্কটাকে অসম্মান করা। অথচ আমার সঙ্গে কথা না বলেই কিছু পত্রিকা আমাদের সম্পর্ক নিয়ে এমন সস্তা সব বাক্য লিখেছে, যা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আমার কাছে ভালোবাসাটা অনেক সম্মানের একটা সম্পর্ক।

এদিকে এই তারকা জুটির বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করেননি। ভাবনা বলেন, বিয়ে আমরা করব নিশ্চয়ই। তবে কবে করব, জানি না। কোনো প্ল্যান করিনি।

২০১৩ সালের আলোচিত নাটক ‘নয়টার সংবাদ’ ঘিরে প্রথম আলাপ হয় অনিমেষ ও ভাবনার। ২০১৩ সালে এই নাটকটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের সমালোচক বিভাগে শ্রেষ্ঠ টিভি নির্দেশকের পুরস্কার অর্জন করেন অনিমেষ। এদিন রাতে অভিনন্দন জানানোর জন্য ভাবনা ফোন করেন অনিমেষ আইচকে। সেই থেকে গল্প শুরু, মন দেওয়া-নেওয়া।

Check Also

পথের ফকির থেকে কোটিপতি জাহিদ হাসান

জীবনের একটা সময় অনেক ঝড় ঝাপটার মধ্যে কেটেছে তার। ধার দেনা করে চলতে হতো। পথের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *