





পিঠে ঝুড়ি বেঁধে, চা বাগান থেকে চায়ের কুঁড়ি সংগ্রহ করে থাকেন চা শ্রমিকরা। এবার এমন রূপে






দেখা গেল চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। পরনে সেই ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝুড়ি, মাথায় স্কার্ফ






আর মুখে হাসি- এমনই এক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। তবে কি চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু?
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকদিন আগে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন অপু বিশ্বাস। চা শ্রমিকের বেশে সেখানেই ছবিটি তোলা হয়েছে।
এদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।
আব্দুল্লাহ জহির বাবুর গল্পে এতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রতসহ অনেকে। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। সংগীতায়োজন করেছেন ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
এছাড়াও কলকাতায় ‘শটকার্ট’ ছবিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গল্প ও চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সুবীর মণ্ডল। ছবিতে অপুর বিপরীতে আছেন পরমব্রত চ্যাটার্জি।