





চলচ্চিত্রের জনপ্রিয় চিত্র- নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। ২০০১ সালে মনতাজুর রহমান আকবরের






‘কঠিন বাস্তব’- ছবির মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার। এতে তিনি অভিনয় করেন জনপ্রিয়






নায়ক আমিন খান ও রিয়াজের বিপরীতে। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেন। পরবর্তীতে মান্না,






শাকিব খান, ফেরদৌসসহ সেই সময়ে প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে তাকে দেখা গেছে। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হলো ‘ব্ল্যাকমানি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। দীর্ঘদিন নতুন চলচ্চিত্রে নেই কেন?
এ প্রসঙ্গে চিত্রনায়িকা কেয়া বলেন, আসলে অনেকেই এই প্রশ্নটি জিজ্ঞেস করেন। এর কারণ রয়েছে। গেল কয়েক বছর আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব ভালো না। মহরত ও ঘোষণার মধ্যেই বেশির ভাগ সিনেমা সীমাবদ্ধ ছিল। এছাড়া আমি যাদের সঙ্গে কাজ করেছি তাদের অনেকেই এখন আর আগের মতো কাজ করছেন না। ফলে ব্যাটে-বলে মিল হয়নি বলেই নতুন চলচ্চিত্রে দেখা যায়নি।
তবে অপেক্ষার পালা শেষ হচ্ছে। সেটি কেমন? এমন প্রশ্নের উত্তরে কেয়া বলেন, লকডাউনের আগে রাকিবুল আলম রাকিবের ‘ইয়েস ম্যাডাম’- শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি। এতে এসপি’র চরিত্রে আমাকে দেখা যাবে। প্রথমবারের মতো এমন চরিত্রে অভিনয় করলাম। এখানে আমাকে দর্শকরা মারদাঙ্গা রূপে দেখবেন। কাজটি করে বেশ ভালো লেগেছে। সত্যি বলতে, চরিত্রটিতে নিজেকে ভাঙার সুযোগ পেয়েছি। এই ছবিতে কেয়ার বিপরীতে থাকছেন শিপন।
এই সময়ে অনেক অভিনেত্রী ফিল্মের বাইরে ওয়েব সিরিজসহ ডিজিটাল নানা প্ল্যাটফরমে কাজ করছেন। কেয়া কী ফিল্মের বাইরে কিছু ভাবছেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো ফিল্মের বাইরে অন্য কিছু করা হয়নি। আমি নিজেকে ফিল্মের মানুষ পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে কয়েকটি ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি সেগুলো না করে দিয়েছি। আমি যে ধরনের গল্প ও চরিত্র চাই তেমন কিছু দেখিনি সেগুলোতে। বিনোদনের এখন অনেক নতুন মাধ্যম এসেছে। আমি মনে করি এগুলোতেও আমাদের যোগ করতে হবে। তবে অবশ্যই নিজের ইমেজের বাইরে যায় এমন কিছু করা যাবে না।